
JUSC Scientific Research Seminer 2025
গত ৩ জুলাই ২০২৫, রোজ: শুক্রবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) এর উদ্যোগে “জেইউএসসি সায়েন্টিফিক রিসার্চ সেমিনার ২০২৫” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও মাইক্রোবিয়াল মিউটেশন” বিষয়ে আলোচনা করেন খ্যাতনামা অণুজীববিদ এবং বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম। বিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও মাইক্রোবিয়াল মিউটেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক সালেকুল। তিনি অণুজীবের জিনগত রূপান্তর, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ ও কার্যপদ্ধতি, কীভাবে মানবদেহ ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে উঠছে এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার, অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি এবং অধ্যাপক ওসমান গণি।জাবি সায়েন্স ক্লাবের এ আয়োজনের কনভেনরের দায়িত্ব পালন করেন ক্লাবের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স প্রিতম রায়, কো-হেড অব স্যোশাল এক্টিভিটিজ তাসনোভা তাহনিন হোসাইন, কো-হেড অব প্রজেক্ট সঞ্জয় রাজবংশী, কো-হেড অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট মাহমুদ হাসান আকিব এবং আইরিন। নাহার।

Road to Higher study in Abroad in 2025
গত ৮ মার্চ ২০২৫, রোজ: শনিবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) ভলেন্টিয়ার এবং মেম্বারদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে এবং এ বিষয়ে খুটিনাটি জানাতেRoad to Higher Studies in Abroad 2025 একটি ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের ক্লাবের ৫০ এর অধিক মেম্বার এবং ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।জাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসা এর সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ক্লাবের সাবেক সভাপতি তারেক আজিজ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।

Road to Cambridge
Jahangirnagar University Science Club (JUSC) Hosts Seminar with Cambridge PhD Researcher Afifa Anjum On June 14, 2025, the Jahangirnagar University Science Club (JUSC) proudly hosted a special online seminar featuring Afifa Anjum, a distinguished former Vice President of the club and currently a PhD researcher at the University of Cambridge. The virtual event was attended by approximately 50 students from Jahangirnagar University.The seminar was chaired by the current JUSC President, Md. Sowrov, and moderated by General Secretary Musa.Afifa Anjum is a recipient of the Prime Minister’s Fellowship of Bangladesh, the Trinity-Barlow Fellowship, and the Cambridge Trust Scholarship. Her professional experience includes work with BSMMU, icddr,b, UNESCO, and the Global Burden of Disease Network. Notably, in 2023, she represented Bangladesh at the 72nd Lindau Nobel Laureate Meeting in Germany